প্রথম যখন তোকে দেখেছি
মনের মাঝে তোর হাসি টা বেঁধেছি,
ছুঁয়ে দেখার ইচ্ছেদের আগমন,
রং মাখিয়ে দেহ জুড়ে শিহরণ।
তুই ছাড়া মন কাঁদে একেলা
তুই হীনা কি করি বুঝিনা,
তুই ছাড়া মন কাঁদে একেলা
তুই হীনা কি করি বুঝিনা।
তুই চাইলে বল সকাল সাজাই
বৃষ্টি নামাই তোর ইশারায়,
মেঠো মেঠো পথে হেঁটে দুজন
চল রাত নামাই কথায় কথায়।
আবার আসবে ভালবাসার নতুন এক প্রহর
রেখো যতন করে আমায় করো না গো পর।
আগলে রেখে, আগলে রেখে,
আগলে রেখে, কাছে টেনে,
বাসব ভালো কতনা।
মন মাঝারে, তোর নাম লিখে
করব প্রার্থনা।
তুই ছাড়া মন কাঁদে একেলা
তুই হীনা কি করি বুঝিনা।
তেরে বিনা, মানে না ইয়ে মন মেরা
তু না হো, কেয়া কারে ইয়ে দিল বাতা।
তুই চাইলে বল সকাল সাজাই
বৃষ্টি নামাই তোর ইশারায়,
মেঠো মেঠো পথে হেঁটে দুজন
চল রাত নামাই কথায় কথায়।
তেরে বিনা, বাবরা ইয়ে মন মেরা
তু না হো, কেয়া কারে ইয়ে দিল বাতা।