Tumi Micha Micha Kotha Koiya Lyrics (তুমি মিছা মিছা কথা কইয়া) Samz Vai

Short Description

Singer:

Tune:

Lyrics:

Music Label:

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

 

Tumi Micha Micha Kotha Koiya Lyrics

 

Tumi Micha Micha Kotha Koiya Lyrics by Samz Vai :

Tumi Micha Micha Kotha Koiya Lyrics Bengali Song Is Sung by Samz Vai And Rap by Sifat Rizan. Starring Shuvro Mehrazz And Shakila Parvin. Music Composed by Samz Vai. Tumi Micha Micha Kotha Koiya Amare Kadao Lyrics In Bengali Written by Samz Vai. Miche Prem Video Song Directed by Shuvro Mehrazz And Director Of Photography by Yasin Bin Arian.
Song : Tumi Micha Micha Kotha Koiya
Singer : Samz Vai
Lyrics, Tune & Music : Samz Vai
Rapper : Sifat Rizan
Choreographer : Rohan Mahmud
Edit, Color & Vfx : TD Dipok
Label : Cine Bangla Music
এই মেয়ে তুমি জানো কি তোমায় কত ভালবাসি
ভালো লাগে তোমার দু’চোখ আর বাঁকা ঠোঁটের হাসি,
ও এই মেয়ে তুমি জানো কি তোমায় কত ভালবাসি 
ভালো লাগে তোমার দু’চোখ আর বাঁকা ঠোঁটের হাসি। 
 
তোমার মিছে প্রেমের মায়াজালে আমারে ভুলাও
আবার চান্দের মত হাসি দিয়া কেনো চইলা যাও,
ও ভেবেছিলাম হবে তুমি আমার সুখ পাখি
ফুলের মধু শুকাইতে ভ্রমর দিয়া গেলা ফাঁকি। 
 
তুমি মিছা মিছা কথা কইয়া আমারে কাঁদাও 
তোমার ভালবাসার প্রেম যমুনায় আমারে ডুবাও,
তুমি মিছা মিছা কথা কইয়া আমারে কাঁদাও 
তোমার ভালবাসার প্রেম যমুনায় আমারে ডুবাও। 
 
ভালবাইসা গেছি ফাইসা এখন কিছু করার নাই
তোমার ভালবাসার প্রেম যমুনায় ডুইবা গেছি তাই,
শুধু তোমারে চাই, কেমনে বোঝাই তোমারে 
তুমি কইয়োনা মিছা কথা বুকে ব্যাথা পাই,
বিয়া করমুনা তোমায় ছাড়া, কইয়া দিছি মা-রে
আমার লাগবোনা কিছু একবার পাইলে তোমারে,
কবে বানাইয়া বউ তোমায় নিয়া আমু ঘরে
এমন কাহিনি দেখি দিলে স্বপ্নের ভিতরে,
তুমি খেলতাছো আমায় নিয়া, দিতাছো চাল
তোমায় বুঝাই কি দিয়া আমার এ মনের হাল, 
আগে দেখাইছো তিল, পরে বানাইছো তাল
তুমি ছারা গো আমারে কে দিবে সামাল,
তোমার কথা তো মিছা হইলো মধু দিয়া ভরা
কেডা জানি কি মিসাই কবে খাওয়াই দিছো পরা
কিছু পাইবানা তবু আমি তোমার কাছে ধরা,
তোমার সবইতো ভালো লাগে মিছা কথা ছাড়া। 
 
তুমি মিছা মিছা কথা কইয়া আমারে কাদাও
তোমার ভালবাসার প্রেম যমুনায় আমারে ডুবাও,
তুমি মিছা মিছা কথা কইয়া আমারে কান্দাও
তোমার ভালবাসার প্রেম যমুনায় আমারে ডুবাও। 
[youtube id=”uZQGBaMB4Z4″ width=”600″ height=”340″ position=”Centre”]
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Comment

Follow Us on Telegram

In order to get the latest update, join us now on Telegram. Here, we provide daily technical updates.

Recent Post