আসবে যবে ঘরের মাঝে
মেঘলা হয়ে এসো,
শ্রান্ত চিবুক অন্তরালে
বিষন্নতায় ভেসো।
না হয় একটু প্রাণে বিহানগানে
আবেশ হয়ে মেশো,
তুমি এমনি এমনি এসো
তুমি এমনি এমনি এসো।
তুমি আমার কাজল কালো
মেঘের ফাঁকে শশী,
যাওয়া আসার পথের ধারে
নিখাদ গড়িমসি।
যদি ঘুম ভালো হয় আমার সুরে
গুঞ্জরণে ভেসো,
তুমি এমনি এমনি এসো
তুমি এমনি এমনি এসো।
তুমি আমার আঁচল মেঘে
সুবাস পরবাসী,
দূরের হাওয়া ভুলিয়ে ভাসি
স্পর্শে পাশাপাশি।
যদি জড়াও বুকে যত্নে আপন
বলবো ভালোবেসো,
তুমি এমনি এমনি এসো
তুমি এমনি এমনি এসো।
আসবে যবে ঘরের মাঝে
মেঘলা হয়ে এসো,
শ্রান্ত চিবুক অন্তরালে
বিষন্নতায় ভেসো।
না হয় একটু প্রাণে বিহানগানে
আবেশ হয়ে মেশো,
তুমি এমনি এমনি এসো
তুমি এমনি এমনি এসো।