ভালোবাসা জমে আছে তাঁরই নামে,
ব্যাথাগুলো চোখ মোছে অভিমানে।
সব জেনেছি, বুঝেছি,
তবু চাই…
আমি হাসিরই আড়ালে,
ভালো নেই… ভালো নেই।
জানিনা কিসের ভুলে ছেড়ে গেলে
জেনেও এতটা যে আঘাত দিলে,
আমি থেকে যেতাম,
তুমি রেখে দিলে অযথাই,
এই আমায়…
আমি তোমার মতোন করে
তোমার হলাম,
আজ নিজেই নিজের অজানায়
আজ নিজেই নিজের অজানায়।
খুবই লাগে বেমানান
তবু একমুঠো গান,
ছড়ালাম এই অবেলায়।
ও ও…
মরে যায় সে ছোঁয়ায়
আধো প্রেমেরই মায়ায়,
ঢাকে আঁচল মেঘেই আমায়।
কোনোদিন সে ভুল ভেঙে যদি আসে
আমি আমার মতন করে নেবো মেনে,
এ বুকের আবাদে,
ফোটে ফুল, মনের গভীরে।
বিষাদের ছায়াপথ,
ঢেকেছে স্মৃতির আঁধারে …
ভালোবাসা জমে আছে তাঁরই নামে,
ব্যাথাগুলো চোখ মোছে অভিমানে।
সব জেনেছি, বুঝেছি,
তবু চাই…
আমি হাসিরই আড়ালে,
ভালো নেই… ভালো নেই।
জানিনা কিসের ভুলে ছেড়ে গেলে
জেনেও এতটা যে আঘাত দিলে,
আমি থেকে যেতাম,
তুমি রেখে দিলে অযথাই,
এই আমায় …
আমি তোমার মতোন করে
তোমার হলাম,
আজ নিজেই নিজের অজানায়
আজ নিজেই নিজের অজানায়।