মনো দিলো না বঁধু,
মনো নিলো যে শুধু,
আমি কি নিয়ে থাকি?
মনো দিলো না বঁধু,
মনো নিলো যে শুধু,
আমি কি নিয়ে থাকি?
মনো দিলো না বঁধু
মনো দিলো না..
দিলো না, দিলো না বঁধু
মনো নিলো যে শুধু।।
মহুয়া মাতায় ঢোলক
দোলে পলাশের নোলক,
মহুয়া মাতায় ঢোলক
দোলে পলাশের নোলক,
বাঁধে কেউ বাহুরো রাখি
আমি কি নিয়ে থাকি?
মনো দিলো না বঁধু,
মনো নিলো যে শুধু,
আমি কি নিয়ে থাকি?
মনো দিলো না বঁধু।।
হিয়া তোর অবুঝ টিয়া,
খোঁজে কোন সবুজ প্রিয়া?
হিয়া তোর অবুঝ টিয়া,
খোঁজে কোন সবুজ প্রিয়া?
দিতে চাস আমায় ফাঁকি?
আমি কি নিয়ে থাকি?
মনো দিলো না বঁধু,
মনো নিলো যে শুধু,
আমি কি নিয়ে থাকি?
মনো দিলো না বঁধু।।