Download |
Je Akashe Jhore Badol Lyrics by Jnan Prakash Ghosh :
Lyrics and Composition: Guru Jnan Prakash Ghosh
Vocals: Vaishali Sinha
Music Arrangement: Dipankar Vaskar
Piano: Dipankar Vaskar
Recording, Mixing and Mastering: Dipankar Vaskar, Vaskar’s Studio
যে আকাশে ঝরে বাদল
সে আকাশে চাঁদ উঠবে কি?
যে আকাশে ঝরে বাদল
সে আকাশে চাঁদ উঠবে কি?
যে ঘন তিমির ছাইল গগন
যে ঘন তিমির ছাইল গগন
তারি মাঝে তারা ফুটবে কি?
যে কুসুম চুমিল ভূতল
তারি পাশে অলি জুটবে কি?
যে আকাশে ঝরে বাদল
সে আকাশে চাঁদ উঠবে কি?
যে তটিনীর শুকালো জল ..
যে তটিনীর শুকালো জল
তারি কূল ভরে উঠবে কি?
যেথা পিপাসায় মরে ধূ ধূ ম্রু
যেথা পিপাসায় মরে ধূ ধূ ম্রু
তারি বুকে এসে লুটবে কি?
যে নিরাশা রচিল আগল
যে নিরাশা রচিল আগল
সে আগল কভু টুটবে কি?
যে আকাশে ঝরে বাদল
সে আকাশে চাঁদ উঠবে কি?
যে ঘন তিমির ছাইল গগন
যে ঘন তিমির ছাইল গগন
তারি মাঝে তারা ফুটবে কি?
যে কুসুম চুমিল ভূতল
তারি পাশে অলি জুটবে কি?
যে আকাশে ঝরে বাদল
সে আকাশে চাঁদ উঠবে কি?