Himu Hote Chay Lyrics (হিমু হতে চায়) Rashid Khan

Short Description

Singer:

Tune:

Lyrics:

Music Label:

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

 

এ শহর এখনো হিমু হতে চায়

হলুদ রঙ খোঁজে, কেউ খালি পায়,

আমার দরকার বেঁচে থাকা নীল পদ্ম

তুমি নেই লিখোনা, নতুন গল্প।

এ শহরে অনেকে হিমু খুঁজে পায়

রূপার মত অনেকেই প্রেমিকা হয়ে যায়,

তবু লেন ফোন বেঁচে থাকে ঘরের কোনায়

ফোন বেজে যায় তুমি হেঁটে যাও, খালি রাস্তায়।।

ময়ূরাক্ষির জল

কেউ ছুঁতে পারে, কেউ পারেনি,

দিয়েশলায়ের দাম

এক টাকা থেকে আজও বাড়েনি,

রাতের বেলার ঋন ৫০০ টাকা

সেতু কি আজও শোধ করেনি,

রূপার নীল রঙ পাড় শাড়ি চোখ থেকে

মুছে দিতে পারিনি,

কালো র‍্যাব ধরে নিয়ে যায় কাকে

তুমি কি তা জানোনা, ও মাজেদা খালা।।

৯২ তে দরজার ওপাশে, ৯৯ ঝিঁঝি পোকা

রাশিয়ান পরী উড়ে জুড়ে বসে যায়,

হিম হিমু নীল জোছনা,

পুরো খালি গা, বেলি ফুলের মালা,

গৃহত্যাগী পূর্ণিমা, আমাকে ভাবায়।

এ শহর এখনো হিমু হতে চায়

হলুদ রঙ খোঁজে, কেউ খালি পায়,

আমার দরকার বেঁচে থাকা নীল পদ্ম

তুমি নেই লিখোনা নতুন গল্প।

এ শহরে অনেকে হিমু খুঁজে পায়

রূপার মত অনেকেই প্রেমিকা হয়ে যায়,

এ শহর এখনো হিমু হতে চায়

হলুদ রঙ খোঁজে, কেউ খালি পায়।।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Comment

Follow Us on Telegram

In order to get the latest update, join us now on Telegram. Here, we provide daily technical updates.

Recent Post