একটা ভালোবাসা
আর এক নোটবুক,
আর ভালো লাগে না
বৃষ্টির নিশ্চুপ।
সময় ছুটেছে মনের অগোছালো কোনে
ডাকনাম আমার কেন চাইছে গোপনে?
বহুদূরে, বহুদূরে
সে চলে যায়…
সে চলে যায় …
একটা ছোট্ট রাত
আর এক টেলিফোন,
ঘুম ভালোলাগেনা
অভিমান আনমন।
ভালোবাসা কেন তোমায় মাঝে মাঝে খোঁজে?
ব্যস্ত দুপুরে কেন তুমি কি তা বোঝে ?
বহুদূরে, বহুদূরে
সে চলে যায়…
সে চলে যায় …