ভালবেসে এতো জ্বালা যদি সখি
শুধু কেন এতো ভালোবাসাবাসি,
সেই যদি দূরে চলে যাবে প্রিয়
তবে কেন এতো ছিলে পাশাপাশি,
জানো না, তুমি বোঝো না
বিরহ আমার এতটাই প্রিয়,
জানো না, তুমি বোঝো না
বেদনা কেন যে এতো রমণীয়,
জানো না।
সে আলোর আভা আগুনের শিখা
কেমন আছো গো প্রিয়তম,
আমার মতো সে ও কি তোমায়
আমার মতো সে ও বুঝি প্রিয়,
তোমার হাতে হাত রেখে যদি
আমার দুয়ারে রাত জাগা আমি,
বোঝোনা, মন খোঁজ না
বিরহ কে ভালোবেসেছিনু মনে
বোঝোনা, মন খোঁজ না,
যতনে রেখেছি যাতনা কে কোনে
বোঝোনা।
তবু কেন ভালোবাসি
এতখানি কাছে কেন আসি,
এতো রং এতো আলো
আগুনের শিখা কেন জ্বালো ?
নেভালে কি নিজ হাতে
নতুন বধূয়া সাথে,
পথ চেয়ে সে কেন বসে থাকে
হাতে হাত পেতে রাখে,
হাতে হাত পেতে রাখে।
জানো না, তুমি বোঝো না
বিরহ আমার এতটাই প্রিয়,
জানো না, তুমি বোঝো না
জানো না, তুমি বোঝো না।