আমি , তুমি ছাড়া আমি
কিভাবে বাঁচি বলো তুমি বিনা
তুমি , সবটাই তুমি
বুঝিনা কিছুই আজও তুমি ছাড়া
তুমি আমার হবে নাকি
হবেনা আর তা জানিনা
তুমি আমার হবে নাকি
হবো তোমার তা জানিনা
তা জানিনা …….
ভালোবাসি তবুও আঁড়ালে রাখো
স্বপ্ন ভেঙে যাবে বঝোনা কেনো
একটু আদোরে আমাকে রাখো
ছুঁড়ে ফেলোনা বেঁথা পাবো
বলো ভুল কি আমার একার বলোনা
বলো ভুল কি আমার একার , জানিনা
তা জানিনা……
তুমি আমার হবে নাকি
হবেনা আর তা জানিনা
তুমি আমার হবে নাকি
হবো তোমার তা জানিনা
তা জানিনা……