একা রাত বাঁকা চাঁদ একাকি
একা আমি বসে বসে ভাবছি
কেন এই বিষণ্ণতা
গ্রাস করে রোজ আমাকে
দিন শেষে আমরা সবাই একা
দিন শেষে আমরা সবাই একা
জিবনের অলিতে গলিতে
ভেসে যাওয়া কোন ধুলোবালিতে
উড়ে যায় ভালবাসা
নিভে যায় এই আধারে
দিন শেষে আমরা সবাই একা
দিন শেষে আমরা সবাই একা
হারিয়ে তোমাকে খুজেছি আমি
অজানা পথের পথিক হয়ে