Mayabee Lyrics (মায়াবী) Blue Touch Band Song | Prosthan

Mayabee Lyrics (মায়াবী) Blue Touch Band Song | Prosthan

Short Description

Singer:

Tune:

Lyrics:

Music Label:

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

আজও চোখের কোনে
জমে আছে লোনা জল ,
আজও কপালে জড়িয়ে আছে
তোমার চুম্বন।

যদি তুমি চাও
ফিরিয়ে নিতে পারো সব,
যদি তুমি চাও
ফিরিয়ে নিতে পারো সব ..

মায়াবী ..
আমায় আর কোন জোছনা ডাকে নি,
মায়াবী ..
কোটি বছর তোমায় দেখি নি।।

জমে থাকা অনুভূতিরা আজো
কাঁদছে বরষা হয়ে,
এপিটাফে রাজকন্যা তুমি
আমি পরাজিত প্রহরী।
ঝিঁঝিঁদের গানে
ডাকছে না আমাকে,
ঝিঁঝিঁদের গানে
ডাকছে না আমাকে,
জেগে আছি আমি
জানি না, জানি না
কিসের অপেক্ষায় ..

মায়াবী ..
আমায় আর কোন জোছনা ডাকে নি,
মায়াবী ..
কোটি বছর তোমায় দেখি নি।।

আবৃত্তি :
যা দিয়েছিলে
তার সবই আজ ফিরিয়ে নিলে,
নিয়ে যাও
আমাকে কিছুই ডাকছে না,
আমি মিশে যাই মায়া নামক
এক ক্ষতের গভীরে,
ডুবে যাই অতীতের ছড়িয়ে ছিটিয়ে থাকা
লক্ষাধিক ভুলের মায়ায়,
ভুলের মায়ায়।।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Comment