Amay Proshno Kore Nil Dhrubo Tara Lyrics |আমায় প্রশ্ন করে

Amay Proshno Kore Nil Dhrubo Tara Lyrics

Short Description

Singer:

Tune:

Lyrics:

Music Label:

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রবো দিশাহারা,
রবো দিশাহারা,
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল,
এ জীবন সারা, এ জীবন সারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রবো দিশাহারা,
রবো দিশাহারা।

কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো,
কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিল
সূর্যের আলো তাই নিভে গিয়েছিল,
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি আমি তুমি হারা,
আমি তুমি হারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।

আমি পথ খুঁজি নাকো, পথো মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে,
আমি পথ খুঁজি নাকো, পথ মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে
আমার চতুরপাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা,
গতিহীন ধারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রবো দিশাহারা,
রবো দিশাহারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Comment