Obosthan Lyrics‌ (অবস্থান লিরিক্স) – HIGHWAY

Obosthan Lyrics‌

Short Description

Singer:

Tune:

Lyrics:

Music Label:

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Obosthan Lyrics ( অবস্থান লিরিক্স ) :
Song Info:
Name: Obosthan Lyrics ( অবস্থান লিরিক্স )
Singer: Eather
Label: HIGHWAY
Obosthan Lyrics ( অবস্থান লিরিক্স ) In Bangla –


তুমি সাইকেল চালানো শিখবে তাই
আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই
শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলেনা

তুমি কবিতাগুলো পড়বে তাই
আমি আজো রাত জেগে ছন্দ সাজাই

রাত শেষে শুধু ভোর ফিরে আসেনা

আমি তোমাকে বুঝিয়ে দেব তাই
ব্যাগে আজো রাখি ফিজিক্স বই
শুধু তুমি নেই তাই বইটা খুলি না

তুমি ছুঁড়ে ফেলে দিবে এই ভয়ে
আমি সিগারেট আজো লুকিয়ে
শুধু এখনতো কেউ বারন আর করে না

তুমি এত সহজে ভুলতে পারো
অন্য কাউকে জড়িয়ে ধরো
আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা
আজ অবাক লাগে তোমায় দেখে
আমায় আজ তোমার অচেনা লাগে
এতো ভালো অভিনয় কেনো জানিনা

তুমি চশমাটা খুলে রাখবে তাই
আমি আজো ভুল করে পিছনে তাকাই

শুধু কালো ওই চোখ দুটো দেখিনা

আমি আজো আনমনে হারিয়ে যাই
তাই ভুল করে এই হাতটা বাড়াই
শুধু তোমার কোমল ছোঁয়া মেলেনা

তুমি লিখবে আমায় এই ভেবে আমি
আজো করি অপেক্ষা ভবে
অপেক্ষার শেষ কবে জানিনা

তুমি ভাবনা আজ আমায় নিয়ে আমি
স্মৃতিগুলোকেই জড়িয়ে শুধু
নতুন করে স্বপ্ন দেখিনা

তুমি এতো সহজে ভুলতে পারো
অন্য কাউকে জড়িয়ে ধরো
আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা
আজ অবাক লাগে তোমায় দেখে
আমায় আজ তোমার অচেনা লাগে

এতো ভালো অভিনয় কেন জানিনা

তুমি এতো সহজে ভুলতে পারো
আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা
অচেনা তুমি কিভাবে করো চেনা ওই মুখটাকে
অবাক লাগে কি বিবেক তোমার

তুমি ভাবনা আজ আমায় নিয়ে আমি
স্মৃতিগুলোকেই জড়িয়ে শুধু
নতুন করে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Comment