নিঝুম রাতের পরি তুমি,
নিঝুম রাতের পরি…
আমি কি যে করি বন্ধু
আমি কি যে করি!
নিঝুম রাতের পরি তুমি,
নিঝুম রাতের পরি…
আমি কি যে করি বন্ধু
আমি কি যে করি!
তুমি রুপ দেখাইয়া মনের মাঝে
মারলা প্রেমের ছুরি গো
মারলা প্রেমের ছুরি…
তুমি রুপ দেখাইয়া মনের মাঝে
মারলা প্রেমের ছুরি গো
মারলা প্রেমের ছুরি
নিঝুম রাতে পরি তুমি
নিজুম রাতের পরি
আমিকি যে করি বন্ধু
আমি কি যে করি?
ডানে বামে সামনে পিছে
যেদিকে তাকাই
সেদিকে তে তোমার ছবি
দেখতে আমি পাই
ডানে বামে সামনে পিছে
যেদিকে তাকাই
সেদিকে তে তোমার ছবি
দেখতে আমি পাই
তোমার রুপের নেশায় হইয়া মাতাল
থাকি পাগল পুরি গো
থাকি পাগল পুরি
তুমি রুপ দেখাইয়া মনের মাঝে
মারলা প্রেমের ছুরি গো
মারলা প্রেমের ছুরি
নিঝুম রাতে পরি তুমি
নিজুম রাতের পরি
আমি কি যে করি বন্ধু
আমি কি যে করি?
মনটা আমার বারে বারে
তোমার কথাই কয়
তোমার ছোয়ায় হৃদয় মাঝে
সুখের হাওয়া বয়
মনটা আমার বারে বারে
তোমার কথাই কয়
তোমার ছোয়ায় হৃদয় মাঝে
সুখের হাওয়া বয়
তোমার সাথে হব বন্ধু
আমি দেশান্তরি গো
আমি দেশান্তরি
তুমি রুপ দেখাইয়া মনের মাঝে
মারলা প্রেমের ছুরি গো
মারলা প্রেমের ছুরি
নিঝুম রাতে পরি তুমি
নিজুম রাতের পরি
আমি কি যে করি বন্ধু
আমি কি যে করি?
নিঝুম রাতে পরি তুমি
নিজুম রাতের পরি
আমি কি যে করি বন্ধু
আমি কি যে করি?
তুমি রুপ দেখাইয়া মনের মাঝে
মারলা প্রেমের ছুরি গো
মারলা প্রেমের ছুরি
তুমি রুপ দেখাইয়া মনের মাঝে
মারলা প্রেমের ছুরি গো
মারলা প্রেমের ছুরি
নিঝুম রাতে পরি তুমি
নিজুম রাতের পরি
আমি কি যে করি বন্ধু
আমি কি যে করি?