কি হবে এই সবই ছেড়ে
যদি যাই চলে,
তুমি কি সাথী হবে
কাউকে কিছু না বলে?
মন কেন যে মানে না
কোন দোটানায় জানে না,
রাত-দিন এ ভাবনায়
আনচান হয়ে রয়।
এই আমি কি সেই জন
যার জন্য তুমি অপার,
হাত ধরে যার সাথে
সাত-দরিয়া পারো হতে পার।
যখন আমি তোমার
চোখের আড়ালে রই,
আমার ছবি তোমার মন-দেউলে কই !
এই রাত দিন আমার কেটে যায়
তোমায় ভেবে,
শ্রাবনে প্লাবন মন ভাসায়
কখন তোমায় পাবে।
আমি শুধু তোমাকে চেয়েছি
আমার সকল ভাবনায়,
তোমাকে না পেলে
জীবনে কিছু নাই।
রাত-দিন এ ভাবনায়
আনচান হয়ে রই।
এই আমি কি সেই জন
যার জন্য তুমি অপার,
হাত ধরে যার সাথে
সাত-দরিয়া পারো হতে পার।
যখন আমি তোমার
চোখের আড়ালে রই,
আমার ছবি তোমার মন-দেউলে কই !
কি হবে এই সবই ছেড়ে
যদি যাই চলে,
তুমি কি সাথী হবে
কাউকে কিছু না বলে ?
মন কেন যে মানে না
কোন দোটানায় জানে না,
রাত-দিন এ ভাবনায়
আনচান হয়ে রয়।
এই আমি কি সেই জন
যার জন্য তুমি অপার,
হাত ধরে যার সাথে
সাত-দরিয়া পারো হতে পার।
যখন আমি তোমার
চোখের আড়ালে রই,
আমার ছবি তোমার মন-দেউলে কই !