রাতের আকাশে চাঁদ একা জাগে রে
রাতের আকাশে চাঁদ একা জাগে রে,
কোন কুয়াশায় ঢেকে দিয়ে যায়
কোন কুয়াশায় ঢেকে দিয়ে যায়
তার পঞ্চমী সুখ আর পূর্ণিমা স্বাদ,
রাতের আকাশে চাঁদ একা জাগে রে।
পূর্ণিমা বহুদূর ..
পূর্ণিমা বহুদূর এখনো অনেক রাত
জাগা বাকি আছে তার,
পূর্ণিমা বহুদূর এখনো অনেক রাত
জাগা বাকি আছে তার,
ওদিকে আকাশ পথে মেঘের অভিমান
প্রবাসী চাঁদই তার সেই হতাশা নিয়ে
একা জাগে রে …
রাতের আকাশে চাঁদ একা জাগে রে
রাতের আকাশে চাঁদ একা জাগে রে,
কোন কুয়াশায় ঢেকে দিয়ে যায়
কোন কুয়াশায় ঢেকে দিয়ে যায়
তার পঞ্চমী সুখ আর পূর্ণিমা স্বাদ,
রাতের আকাশে চাঁদ একা জাগে রে।
একা চাঁদ একা রাত..
একা চাঁদ একা রাত কে যেন পেতেছে ফাঁদ
জোছনার দেখা নাই,
একা চাঁদ একা রাত কে যেন পেতেছে ফাঁদ
জোছনার দেখা নাই,
আমিও তাদের মতো কি খুঁজে যাই
নাই চাঁদ নাই রাত তবুও গল্প নিয়ে
একা হাঁটি রে..
রাতের আকাশে চাঁদ একা জাগে রে
রাতের আকাশে চাঁদ একা জাগে রে,
কোন কুয়াশায় ঢেকে দিয়ে যায়
কোন কুয়াশায় ঢেকে দিয়ে যায়
তার পঞ্চমী সুখ আর পূর্ণিমা স্বাদ,
রাতের আকাশে চাঁদ ..