দেবদূত আসে না এমন একটা শহরে
প্রেমিক হয়ে তুমি এলে
আমি কোন দেবী নই, তবু জানি না
আমার মাঝে কি তুমি পেলে
আজ নিয়ম করে সুখবর আসে, আমার জানালা দুয়ার গলে
বাতাসে চোখে লাগে কি নরম, শুধু তুমি আছো বলে।
আধারে ছিলাম আমি, আমার দুটি চোখে রাজ্যের ঘুম
আজ ঘুম কেড়ে নিলে তুমি, এনে দিলে প্রেমের মৌসুম।
মৃদু মন্দ এ জীবন তোমার কারনে অসাধারন লাগে
তোমাকে মনে পড়ে কোন কিছু ভাবতে যাবার আগে
তুমি আছ এক হৃদয়েরই চারপাশে, তার পুরো ভাগে।
আজ নিয়ম করে সুখবর আসে আমার জানালা দুয়ার গলে
বাতাসে চোখে লাগে কি নরম, শুধু তুমি আছো বলে।
আধারে ছিলাম আমি, আমার দুটি চোখে রাজ্যের ঘুম
আজ ঘুম কেড়ে নিলে তুমি, এনে দিলে প্রেমের মৌসুম।
দেবদূত আসে না এমন একটা শহরে
প্রেমিক হয়ে তুমি এলে
আমি কোন দেবী নই, তবু জানি না
আমার মাঝে কি তুমি পেলে
আজ নিয়ম করে সুখবর আসে আমার জানালা দুয়ার গলে
বাতাসে চোখে লাগে কি নরম, শুধু তুমি আছো বলে।
আধারে ছিলাম আমি, আমার দুটি চোখে রাতের ঘুম
আজ ঘুম কেড়ে নিলে তুমি, এনে দিলে প্রেমের মৌসুম।।।