চাই তোমাকে কতখানি
বোঝাতে পারিনাতো আমি,
শুধু জানি তোমায় ছাড়া
বাঁচবো না আমি।
চাই তোমাকে কতখানি
বোঝাতে পারিনাতো আমি,
শুধু জানি তোমায় ছাড়া
বাঁচবো না আমি..
চোখের ভাষা না বুঝলে
বুঝে নাও মনের ভাষা,
তুমি আমার ভালোবাসা, শেষ ভরসা।
চোখের ভাষা না বুঝলে
বুঝে নাও মনের ভাষা,
তুমি আমার ভালোবাসা, শেষ ভরসা
শেষ ভরসা।
চাই তোমাকে কতখানি
বোঝাতে পারিনাতো আমি,
শুধু জানি তোমায় ছাড়া
বাঁচবো না আমি।
কখনো যাবেনা, ছিঁড়ে প্রেমের বাঁধন
এভাবে আগলে রেখো সারাজীবন।
চোখের ভাষা না বুঝলে
বুঝে নাও মনের ভাষা,
তুমি আমার ভালোবাসা, শেষ ভরসা
শেষ ভরসা।
চাই তোমাকে কতখানি
বোঝাতে পারিনাতো আমি,
শুধু জানি তোমায় ছাড়া
বাঁচবো না আমি।
হাতে রেখে হাত, চলো হারাই অজানায়
মন কি আর মানে বারণ সীমানা হারায়।
চোখের ভাষা না বুঝলে
বুঝে নাও মনের ভাষা,
তুমি আমার ভালোবাসা, শেষ ভরসা
শেষ ভরসা।
চাই তোমাকে কতখানি
বোঝাতে পারিনাতো আমি,
শুধু জানি তোমায় ছাড়া
বাঁচব না আমি।