Download
বন্ধু বিনে প্রান বাঁচে না
আমি রবনা রবনা ঘরে
বন্ধু বিনে প্রান বাঁচে না
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
না না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা ঘরে
বন্ধু বিনে প্রান বাঁচে না
আমি রবনা রবনা ঘরে
বন্ধু বিনে প্রান বাঁচে না
বন্ধু আমার চিকন কালা
নয়নে লাগাইছে ভালা
বন্ধু আমার চিকন কালা
নয়নে লাগাইছে ভালা
বিশম কালা ধোয়লে ছারে না
আরে বিশম কালা ধোয়লে ছারে না
বিশম কালা ধোয়লে ছারে না
না না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা ঘরে
বন্ধু বিনে প্রান বাঁচে না।
ঘরে আছে কুলবধূ
হস্তে লইয়া স্বরমধু
ঘরে আছে কুলবধূ
হস্তে লইয়া স্বরমধু
কী মধু খাওয়াইল জানি না
এগো মধু খাওয়াইল জানি না
এগো মধু খাওয়াইল জানি না
না না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা ঘরে
বন্ধু বিনে প্রান বাঁচে না।
ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে
ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে
জ্বলছে আগুন আর তো নিভে না
এগো জ্বলছে আগুন আর তো নিভে না
এগো জ্বলছে আগুন আর তো নিভে না
না না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা ঘরে
বন্ধু বিনে প্রান বাঁচে না।
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
না না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না।।