Bolo amay kokhono chere jabe na Lyrics || বলো আমায় কখনো ছেড়ে যাবে না || Bangla song

Short Description

Singer:

Tune:

Lyrics:

Music Label:

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

 

Bolo amay kokhono chere jabe na Lyrics
বলো আমায় কখনো ছেড়ে যাবে না
এই হাত দুটি আলাদা করে দেবে না ।
না না আমি কোনো কিছু চাই না
 
তুমি হলে আমার আর কিছু লাগে না ।
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝিনা
আমি তোমায় ছাড়া ভাবতে পারিনা ।
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝিনা
আমি তোমায় ছাড়া থাকতে পারিনা ।
 
একটু কাছে পাবার আশায়
ধরি কত শত বাহানা ।
দিন কি রাত আমার তুমি ছাড়া
এক মুহূর্ত কাটে না ।
একটু কাছে পাবার আশায়
ধরি কত শত বাহানা ।
দিন কি রাত আমার তুমি ছাড়া
এক মুহূর্ত কাটে না ।
 
কোনো কিছুই একা আর ভালোলাগে না
মনে মনে তুমি আর কেউ থাকে না ।
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝিনা
আমি তোমায় ছাড়া ভাবতে পারিনা ।
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝিনা
আমি তোমায় ছাড়া থাকতে পারিনা ।
 
মন যে কেমন সারাটিক্ষন
ভাবে তোমায় আনমনে ।
পাবে জীবন যতটা সময়
আগলে রবো যতনে ।
মন যে কেমন সারাটিক্ষন
ভাবে তোমায় আনমনে ।
পাবে জীবন যতটা সময়
আগলে রবো যতনে ।
 
না না আমি কোনো কিছু চাই না
তুমি হলে আমার আর কিছু লাগে না ।
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝিনা
আমি তোমায় ছাড়া ভাবতে পারিনা ।
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝিনা
আমি তোমায় ছাড়া থাকতে পারিনা ।
Connect With Us
Subscribe | Like | Follow
Daily Visit – www.audiolyric.com
Click This Icon
 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Comment