আমি শান্ত একটা পা দোলানো
চাদর চাপা রাত,
আমি শান্ত একটা পা দোলানো
চাদর চাপা রাত,
আমি হাড়হাভাতে আলোর সাথে
ছায়ার অভিঘাত,
থামবে না আজ মায়ের আওয়াজ
ঘুমের রেডিওয়,
থামবে না আজ মায়ের আওয়াজ
ঘুমের রেডিওয়,
সেই আমাদের টুকরো কবর
আঁকড়ে ধরে শোয়,
আমি শান্ত,
আমি শান্ত একটা পা দোলানো
চাদর চাপা রাত।
আমি তার দুচোখের,
আমি তার দুচোখের সাত সাগরের
অন্যরকম ঢেউ,
খুব নীরবে ভাঙছি
যাতে শুনতে না পায় কেউ।
আমি তার দুচোখের সাত সাগরের
অন্যরকম ঢেউ,
খুব নীরবে ভাঙছি
যাতে শুনতে না পায় কেউ।
স্মৃতির দাগে নক্সা আঁকে
ধুলোর ধারাপাত,
স্মৃতির দাগে নক্সা আঁকে
ধুলোর ধারাপাত,
আমি শান্ত একটা পা দোলানো
চাদর চাপা রাত।
বলো সিন্ধু কেন নীল?
বলো ছন্দ কেন খ্যাপা?
বলো তন্দ্রা কেন বন্ধু হয়েও
অন্ধকারের ব্যাপার?
বলো বন্ধু কেন চুপ?
বলো অন্ধ কেন আমি?
কেন কান্নাপ্রধান গানগুলো সব
খিদের মতোই দামী?
ডোবার আগে নিজের দাগে
নিজেই বোলাই হাত,
ডোবার আগে নিজের দাগে
নিজেই বোলাই হাত,
আমি শান্ত একটা পা দোলানো
চাদর চাপা রাত,
আমি শান্ত একটা পা দোলানো
চাদর চাপা রাত,
আমি শান্ত একটা পা দোলানো
চাদর চাপা রাত,
আমি শান্ত ….