Amar Shopner Bari Song Lyrics | আমার স্বপ্নের বাড়ি গান লিরিক্স | Bangla New Song

Amar Shopner Bari Song Lyrics

Short Description

Singer:

Tune:

Lyrics:

Music Label:

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

আমার স্বপ্নের বাড়ী স্বপ্নের ঘর
ভাসাইয়া নিলো।
নদির বুকে জোয়ার ভাটা
প্রানে মারিলো।

আকাশে বৃষ্টি আর নদির
বুকে জল…..

মা ছাড়া ভাই বোন হারা,
বুকে কষ্টের ডেউ।
খোদা তুমি দয়া করো
দেখার নাই কেউ।

১ম অন্তরা।
ও নদিরে তুই বাসাবি আর
কতো শিশু থেকে বুড়ো।
এ কেমন জীবন বাজি এ পাড় ভেঙ্গে ঐপার গড়ো।

২ম অন্তরা।
কোনটা উজান কোনটা ভাটি সব কুলেতে পানি থই থই।
কেউ কাদে সব হারিয়ে কেউ খোজে
বুকের মানিক কই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Comment