আমার স্বপ্নের বাড়ী স্বপ্নের ঘর
ভাসাইয়া নিলো।
নদির বুকে জোয়ার ভাটা
প্রানে মারিলো।
আকাশে বৃষ্টি আর নদির
বুকে জল…..
মা ছাড়া ভাই বোন হারা,
বুকে কষ্টের ডেউ।
খোদা তুমি দয়া করো
দেখার নাই কেউ।
১ম অন্তরা।
ও নদিরে তুই বাসাবি আর
কতো শিশু থেকে বুড়ো।
এ কেমন জীবন বাজি এ পাড় ভেঙ্গে ঐপার গড়ো।
২ম অন্তরা।
কোনটা উজান কোনটা ভাটি সব কুলেতে পানি থই থই।
কেউ কাদে সব হারিয়ে কেউ খোজে
বুকের মানিক কই।