তোমার কাছে করি অনুনয়
তোমার কাছে চাই বিনিময় (২)
আমার ইবাদাতের
ভুলত্রুটি ক্ষমা করে
পুন্য দিও ওগো দয়াময়
ভুল পথ হতে প্রভু চাই হিদায়াত,
আমার ইবাদতের তুমি মাকসাদ
তোমার রহম বিনে নাইতো উপায়
তুমি বিনে কার কাছে যাবো দয়াময়,
হারিয়ে যদি যাই পাপ সাগরে
নাজরে কারাম দিও আমার তরে
তোমার করুনার হই ভিখারী।
নেই কেহ নেই তুমি বিনে দয়াময়