Download
যদি হঠাৎ ঘুম ভাঙে তোমার এই শহরে দেখবে আমি দাঁড়িয়ে আছি তোমার পাশে
আজ বিকেলের আঁচে, সন্ধ্যার ঝাপসা ভীড়ে ভেবো আমি পাশেই আছি তোমার কাছে।
শোনো আমি তোমাকে বলি, আছি তোমার পাশে।
আজ মনে হয় তুমি পেরিয়েছো নীল দিগন্ত
তাই আমি যাই পেরিয়ে নীল সীমানা
আজ মনে হয় শহরের শেষ সন্ধ্যায়, পরিপূর্ণ হবে এই দেখা।।
যদি হঠাৎ মনে পড়ে তোমার এই আমাকে
স্থবিরতায় মৃতপ্রায় আমি ফিরে পেলে
যদি আজ রাত্রির ঘুম ভেঙে স্বপ্ন হাসে চিন্তারা সব মস্তিষ্ক ঘুরে ফিরে আসে।
শোনো আমি তোমাকো বলি আছি তোমার পাশে।।
আজ মনে হয় আমি হেঁটেছি সেই সীমান্ত, তাই তুমি হায় হারিয়েছো ঠিকানা
আজ মনে হয় এই বাতাসের নিঃসঙ্গতায় পরিপূর্ণ হবে এই দেখা।।
যদি হঠাৎ ঘুম ভাঙে তোমার এই শহরে দেখবে আমি দাঁড়িয়ে আছি তোমার পাশে
শোনো আমি তোমাকে বলি আছি তোমার পাশে।
আজ মনে হয় তুমি পেরিয়েছো নীল দিগন্ত
তাই আমি যাই পেরিয়ে নীল সীমানা
আজ মনে হয় শহরের শেষ সন্ধ্যায় পরিপূর্ণ হবে এই দেখা
আজ মনে হয় তুমি পেরিয়েছো নীল দিগন্ত
তাই আমি যাই পেরিয়ে নীল সীমানা
আজ মনে হয় শহরের শেষ সন্ধ্যায় পরিপূর্ণ হবে এই দেখা।।