সকালে মরণ হবে,
বিকালে মাটি দিবে —-।।
পরের দিন লোকে আমায়
কবরবাসি কবেরে,
পরের দিন লোকে আমায়
কবরবাসি কবে।
বুঝিতে নাহি পারি
দয়ালের কারসাজি,
আসিবে মরণ গাড়ি
ভবনদী দিবে পারি।।
মাঝি ছাড়া তরী তবে
ক্যামনে পুরন হবে —–।।
ভবের এই মায়া ছেড়ে —
চলে যেতে হবে ,,।
পরের দিন লোকে আমায়
কবরবাসি কবেরে,
পরের দিন লোকে আমায়
কবরবাসি কবে।
ভবেরো প্রেম দিবে
আশেকজন হাসিবে,
সহিতে যে পারিবে
নিমিষেই দেখিবে ।।
মিজানের মরণ হবে
মহাজন হিসেব নিবে,,,,,,,,।।
ভবের এ প্রেম ছেড়ে-
চলে যেতে হবেরে,,,,,
পরের দিন লোকে আমায়
কবরবাসী কবেরে,
পরের দিন লোকে আমায়
কবরবাসী কবে।