নীল নীল আকাশের
কাছে আজ যাওয়া চাই,
স্বপ্নের রঙে আজ মনে রঙ মাখা চাই
সাড়া দাও।
নীল নীল আকাশের
কাছে আজ যাওয়া চাই,
স্বপ্নের রঙে আজ মনে রঙ মাখা চাই
সাড়া দাও ..
সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও
উদাসীন থেকো না, সাড়া দাও।
সুর চায় তোমাকে, আমাকেও চাই তার
আমাদের মনে রঙ মিলে যাক দুনিয়ার,
সাড়া দাও।
সুর চায় তোমাকে, আমাকেও চাই তার
আমাদের মনে রঙ মিলে যাক দুনিয়ার,
সাড়া দাও ..
সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও
উদাসীন থেকো না, সাড়া দাও।
ফড়িংয়ের ডানাতেও এ জীবন দেয় ডাক
বেঁচে থাক সব্বাই, হাতে হাত রাখা থাক।
সাড়া দাও।
ফড়িংয়ের ডানাতেও এ জীবন দেয় ডাক
বেঁচে থাক সব্বাই, হাতে হাত রাখা থাক।
সাড়া দাও..
সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও
উদাসীন থেকো না, সাড়া দাও
উদাসীন থেকো না, সাড়া দাও।