প্রকৃতির বিরহবেদনায়
তোমায় হারিয়ে ফেলা,
পূর্ণিমা রাতে জোছনা ভেজা আঁধারে
তোমাকে খুঁজে ফেরা,
আমি আবার বলতে চাই
আমার ছায়াখানা লিখে দিলাম
তোমার নামে।
যেথা তুমি সূর্যের আলো
তোমার মাঝে আবার বিকেল হবো,
আনমনে এক নিমেষেই ..
সূর্যাস্তের প্রহরে
লাল আভায় মিলিয়ে যাওয়া
জাগতিক প্রশ্নের উর্ধে নয়।
অভিমানে তো খসে পড়ে তারাও
তবে তুমি, ও কি তাই ?
দুঃস্বপ্নের মিছিলে
তলিয়ে যায় অকালে,
আমার শুভ্র ভালোবাসা।
সূর্য ডোবার আগে লালরঙা বিকেলে
এঁকেছিলাম, কত-শত আশা ..
সূর্যাস্তের প্রহরে
লাল আভায় মিলিয়ে যাওয়া
জাগতিক প্রশ্নের উর্ধে নয়।
অভিমানে তো খসে পড়ে তারাও
তবে তুমি, ও কি তাই ?