ও আল্লাহ
এমন জীবন কেনো দিলা
বুঝি না তার ভাব…
মনটা ভাঙা ছিলো বুঝি
বেঈমানের স্বভাব…
কষ্ট পাইলাম
বাসলাম ভালো
পাইলাম নারে মন…
আমার মন ভাঙিতে
করলো বেঈমান
কত আয়োজন…(২)
ও আল্লাহ
এমন জীবন কেনো দিলা
বুঝি না তার ভাব…
মনটা ভাঙা ছিলো বুঝি
বেঈমানের স্বভাব…
এই জীবনে সুখ নাই আমার
নাইরে বাঁচার আশা
এক বেঈমান-ই
ভাইঙ্গা দিলো
বাচার যত আশা..
কি করিয়া নাই তর লাগিয়া
বলরে আমায় বল
তবে কেনো কাদাইলি তুই
করলি রে এমন…
ও আল্লাহ
এমন জীবন কেনো দিলা
বুঝি না তার ভাব…
মনটা ভাঙা ছিলো বুঝি
বেঈমানের স্বভাব..