Download
মন আমার উড়ে তোরই চারপাশে
জানিনা বুঝিনা তোর মোহে কি আছে।
তোর আঁচলে সুখের মিছিলে
ডুবে মন রোজ কাটছে সাঁতার।
আমি ফেলতে পারিনা
তোর কোনো আবদার,
তোর দুটো কথায় মন
গলে যায় আমার।
সামলাতে সামলাতে মনটা আমার
এতো দূরে এসে নয় ফিরে যাবার।
বোঝাতে বোঝাতে হলাম নাজেহাল
দিবি কি ধরা বল আজ নয় কাল।
হাওয়ায় গুনগুনিয়ে, পৃথিবীকে জানিয়ে
ভালোবাসি কতটা করছি স্বীকার।
আমি ফেলতে পারিনা
তোর কোনো আবদার,
তোর দুটো কথায় মন
গলে যায় আমার।
তোর সুবাস গায়ে মাখিয়ে নিলাম
বলনা কোন টানে তোর হতে এলাম।
ছোট্ট এ জীবনে যা চেয়েছি
মনেরই মতো শুধু তোকে পেয়েছি।
চেয়ে দেখনা সেজেছে নীল আকাশে
রংধনুর রঙে কত না বাহার।
আমি ফেলতে পারিনা
তোর কোনো আবদার,
তোর দুটো কথায় মন
গোলে যায় আমার।