জানি তুমি আসবেনা ফিরে
বাসবেনা ভালো আমাকে,
জানি তুমি ভেঙেছো হৃদয়
সেই আশাতে দুঃখ চেপে রয়।
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পরে?
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পরে?
মনে কি পরে?
জানি তুমি আসবেনা ফিরে
বাসবেনা ভালো আমাকে,
জানি তুমি ভেঙেছো হৃদয়
সেই আশাতে দুঃখ চেপে রয়।
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পরে?
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পরে?
মনে কি পরে?
কত আপন তুমি ছিলে
কেন আমাকে কাঁদালে?
জানিনা কি অভিমানে
কেন চলে গেলে?
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পড়ে ?
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পড়ে ?
মনে কি পড়ে ?
জানি তুমি আসবেনা ফিরে
বাসবেনা ভালো আমাকে,
জানি তুমি ভেঙ্গেছো হৃদয়
সেই আশাতে দুঃখ চেপে রয়।
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পরে?
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পরে?
মনে কি পরে?