কে তোমাকে মানুষ রূপে বানালেন
আল্লাহ তায়ালা
কে তোমাকে দুনিয়াতে পাঠালেন
আল্লাহ তায়ালা
সকাল সন্ধ্যা তাই
তাঁর শোকর জানাই
খালেস করে এ দিল বলি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।।
কে দিলেন মা বাবা
এত এত নেয়ামত
কে দেখালেন তোমায়
সরল সঠিক পথ
আল্লাহ ছাড়া কে
এমন ক্ষমতা রাখে
রাতে দিবালোকে সুর তুলি
আলহামদুলিল্লাহ।
কে তোমাকে লালনপালন করেন রোজ
কে দেন চিরস্থায়ী জান্নাতের খোঁজ
আল্লাহ ছাড়া কে
এমন মমতায় রাখে
রাতে দিবালোকে সুর তুলি
আলহামদুলিল্লাহ।