ঘুম থেকে ওঠা হয় রোজ দেরিতে
বাবা মা কেউ থাকেনা বাড়িতে
কাছের মানুষ মানে কাজের মানুষ
তাই একা একা খুব ভয় হয় রাতে
জন্ম দাতারা কেন এতো নির্দয়
ব্রোকেন ফামিলি বয়
আমি ব্রোকেন ফ্যামিলি বয়
বাবা মা দুজনেই ঠিক করেছে
থাকবেনা তারা এক ছাঁদের নিচে
মার কথাতো কেউ ভাবেনি
জন্মটাই বুঝি ছিলো মিছে
নিজেকে দেখে আজ খুব মায়া হয়
ব্রোকেন ফ্যামিলি বয়
প্রাচুর্য ভরা এই সুখ শ্মশানে
সবই আছে শুধু নেই মমতা
ভালোবাসাহীন এই বিশাল প্রাসাদ
যেন এক জীবন্ত অগ্নিচিতা
মার কেন হোল এই পরিচয়
ব্রোকেন ফ্যামিলি বয়