ভুলে যেতে চাইলেই ভুলা যায়না
পুরনো স্মৃতিগুলি মুছা যায়না
তোমাকে ভুলে যেতে
মন চায়না
কেমন করে ভুলে যাবো
তোকে বল আমি
তোর দেওয়া স্মৃতিগুলা
ঝরায় চোখের পানি
কেমন করে ভেঙ্গে দিয়ে
স্বপ্নগুলো আমার
আঘাত দিয়ে বুকের ভেতর
হইয়্যা গেলি অন্যকারো
জানিতো আর আসবিনা
আমায় ভালোবাসবিনা
বাবু বলে ডাকবিনা
ও চাইলেওতো আর তুই পারবিনা
তোর জন্যে স্কুলেতে
দিছি কত বাহানা
সবকিছু ভুললি কেম্নে
একটু কি মনে পড়েনা
মনটা নিয়া খেলা করলি
তোর ইচ্ছামতো
আমার দিকেই ছুঁড়ে মারলি
তোর অভিযোগ যত