তোমারি সাথে চলতে শিখেছি
তোমার হাতে জীবন আমার,
তোমাকে ছাড়া যায় না যে পারা
তোমার কাছেই ফিরবো আবার।
ওরে মন বলি শোন
অভিমান পিছুটান,
একই ঘর, দুটো কোন
থেকে যায় যেমন।
ভেঙে দেখো আমায়
জুড়ে দেখো আমায়
তুমি আমারই আমারই রয়েছো।
তোমার জন্য আর কত রাত
জেগে জেগে বেঁচে থাকা যায়,
বলো কার গল্প কে কাকে শোনায়।
নিজেরাই জানি না আছি কোথায়
নিজেরাই জানি না বাঁচি কোথায়,
সে আদরের দরদের দিন গেলো কোথায়।
ভেঙ্গে দেখো আমায়
জুড়ে দেখো আমায়
তুমি আমারই আমারই রয়েছো।
তোমারি সাথে চলতে শিখেছি
তোমার হাতে জীবন আমার,
তোমাকে ছাড়া যায় না যে পারা
তোমার কাছেই ফিরবো আবার।
ওরে মন বলি শোন
অভিমান পিছুটান
একই ঘর, দুটো কোন
থেকে যায় যেমন।
ভেঙে দেখো আমায়
জুড়ে দেখো আমায়
তুমি আমারই আমারই রয়েছো।