বাঁশরী বাজাইও না শ্যাম
বাজাইওনা বাঁশি,
তোমার বাঁশির সুর যে আমার
গলায় পরায় ফাঁসি।
শোনো রাধে বাঁশি কাঁদে
রাধা রাধা বলে,
তোমার মুখটা ভাসে আমার
মন যমুনার জলে।
কি কথা কও কালো মুখে
দেইখা কালো চোখে,
তোমার লাগি কলঙ্কিনী
বলবে গাঁয়ের লোকে,
তোমার লাগি কলঙ্কিনী
বলবে গাঁয়ের লোকে।
কলংকের ভয় করলে কিগো
ভালোবাসা হয়,
আমি কালা কোরিনাগো
লোকনিন্দার ভয়।
ভরা কলসির জল ফালাইয়া
জলের ঘটে আসি,
জল ভরিবার ছল করিয়া
শুনি তোমার বাঁশি।
দিবানিশি তোমার লাইগা
উদাস থাকে মন যে,
মনটা ভালো থাকে তুমি
আসলে মনের কুঞ্জে,
মনটা ভালো থাকে তুমি
আসলে মনের কুঞ্জে।
তোমার বাঁশি কাঁটা হইয়া
বিঁধে কলিজাতে,
ব্যথার চোটে ছটফট করি
একলা নিশি রাতে।
নিদ্রাহারা করলো আমায়
তোমার মধু রূপে,
একটা নজর দেখতে তোমায়
আসি চুপে চুপে।
তোমার বাঁশি সিঁদকাটা
যেন মনচোরা,
হাতের কাছে পাইলে বাঁশি
চুলায় দেবো পোড়া,
হাতের কাছে পাইলে বাঁশি
চুলায় দেবো পোড়া।
বাঁশরী বাজাইও না শ্যাম
বাজাইওনা বাঁশি,
তোমার বাঁশির সুর যে আমার
গলায় পরায় ফাঁসি।
শোনো রাধে বাঁশি কাঁদে
রাধা রাধা বলে,
তোমার মুখটা ভাসে আমার
মন যমুনার জলে,
তোমার মুখটা ভাসে আমার
মন যমুনার জলে …