১২টি রোমান্টিক বাংলা গানের লিরিক্স | Bangla Romantic Lyrics | Bangla song

Short Description

Singer:

Tune:

Lyrics:

Music Label:

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

রোমান্টিক বাংলা গানের লিরিক্স পাওয়ার জন্য ডেলিননীতি ওয়েভসাইট টি দীর্ঘ  দিন যাবত সাভির্স দিয়ে আসছে। আশা করি ভালো কিছু বাংলা রোমান্টিক গানের লিরিক্স উপহার দিতে পেরেছি। কোনো সেরা বাংলা গানের লিরিক্স Bangla Romantic Lyrics | Romantic song lyrics খুজে পাচ্ছেন না। কোনো সমস্যা না আমরা আপনার জন্য ১২টি রোমান্টিক বাংলা গানের লিরিক্স (Romantic song lyrics) নিয়ে উপস্থিত হয়েছি।

রোমান্টিক বাংলা গানের লিরিক্স | Bangla Romantic Lyrics
রোমান্টিক বাংলা গানের লিরিক্স | Bangla Romantic Lyrics

 

Romantic song lyrics – গান শুনতে সবাই ভালোবাসে। কেউ গান শুনে মুখস্থ করে আবার কেউ পড়ে মুখস্থ করে। যারা Bangla Romantic Lyrics গানের খুজতেছেন তাদের জন্য রোমান্টিক বাংলা গানের লিরিক্স নিয়ে আসলাম ।

আপনাদের যখন ইচ্ছে আমাদের Website ওয়েবসাইটের সার্চ অপশনে এসে রোমান্টিক বাংলা গানের লিরিক্স লিখে সার্চ দিয়ে এই পোস্ট টি পড়ে নিতে পারবেন।

সুচিপত্রঃ ১২টি রোমান্টিক বাংলা গানের লিরিক্স | Bangla Romantic Lyrics

  1. তোমাকে চাই শুধু তোমাকে চাই লিরিক্স
  2. তুমি আমার মনের মানুষ লিরিক্স
  3. সাথী তুমি আমার জীবনে লিরিক্স
  4. তুমি মোর জীবনের ভাবনা লিরিক্স
  5. প্রেম প্রীতি আর ভালোবাসা লিরিক্স
  6. ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা লিরিক্স
  7. ওগো মোর প্রিয়া লিরিক্স
  8. এ জীবনে যারে চেয়েছি লিরিক্স
  9. পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে লিরিক্স
  10. ও সাথীরে তুমি ছাড়া ভালো লাগেনা লিরিক্স
  11. চাঁদের সাথে আমি দেবো না লিরিক্স
  12. তুমি বন্ধু আমার লিরিক্স
রোমান্টিক বাংলা গানের লিরিক্স | Bangla Romantic Lyrics | বাংলা রোমান্টিক গান ডাউনলোড | Romantic song lyrics
(Romantic song lyrics) গান আমাদের সবার প্রিয়। গান শুনতে সবাই ভালোবাসে আর সেটা যদি হয় রোমান্টিক বাংলা গান তাহলে তো কথায় নেই।
কেউ কেউ আছে যারা Earphone ইয়ার ফোনে গান শুনে আবার কেউ আছে যারা মোবাইলে লাউড দিয়ে গান শুনে । যেভাবেই গান শুনুন না কেনো আপনি এক দুই লাইন হলেও গান পারেন।
সবার মন এক না যে সবাই একই জিনিস পছন্দ করবে। কেউ আছে যারা দুঃখের গান ভালোবাসে আবার কেউ আছে যারা রোমান্টিক গান ভালোবাসে।
গান শুনতে শুনতে আমাদের এক সময় কিছু গান মুখস্থও হয়ে যায়। আবার কেউ আছে যারা গান শুনে মুখস্থ করতে পারেনা। তারা অনলাইনে এসে সার্চ করে রোমান্টিক বাংলা গানের লিরিক্স।
আবার কেউ আছে যারা সরাসরি গান ডাউনলোড করতে চায় । তারা এসে সার্চ করে বাংলা রোমান্টিক গান ডাউনলোড করতে চাই।
আমাদের এই পোস্টে আপনি বাংলা রোমান্টিক গান ডাউনলোড করতে পারবেন ও রোমান্টিক বাংলা গানের লিরিক্স পাবেন। যদি আপনি Bangla Romantic Lyrics খুজেন তাইলে এই পোস্টি শেষ পর্যন্ত পড়তে থাকুন। আমাদের এই পোস্টে শুধু বাংলা ছায়াছবির রোমান্টিক গান লিরিক্স পাবেন।
০১। তোমাকে চাই শুধু তোমাকে চাই লিরিক্স | Tomake Chai Shudhu Tomake Chai Lyrics
প্রথমেই আমরা তোমাকে চাই শুধু তোমাকে চাই লিরিক্স এটা জানবো তারপরে ধারাবাহিক ভাবে সব লিরিক্স জানবো। তাহলে চলুন তোমাকে চাই শুধু তোমাকে চাই লিরিক্স নিচে থেকে পড়ে নেই।
  • গানঃ তোমাকে চাই শুধু তোমাকে চাই
  • Title: Tomake Chai Tomake Chai
  • কণ্ঠশিল্পীঃ এন্ড্রুকিশোর ও কনক চাপা
  • ছবিঃ তোমাকে চাই
তোমাকে চাই শুধু, তোমাকে চাই,
আর কিছু জীবনে পাই বা না পাই।
তোমাকে চাই শুধু, তোমাকে চাই,
আর কিছু জীবনে পাই বা না পাই।
আর কিছু জীবনে পাই বা না পাই।
বাধন হারা, মনটা আমার, শাসন বারণ মানে না,
তোমার প্রেমে, পাগল পরাণ, আর কিছু তো জানে না।
চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি,
কত আপন তুমি, জানা নাই, নাই;
তোমাকে চাই শুধু, তোমাকে চাই,
আর কিছু জীবনে পাই বা না পাই।
তোমাকে চাই শুধু, তোমাকে চাই,
আর কিছু জীবনে পাই বা না পাই।
আর কিছু জীবনে পাই বা না পাই।
সারাটি জীবন, ছায়ার মতন, আমার পাশে থাকো না,
বুকেরই ঘরে, যতন করে, আমাকে তুমি রাখো না।
আমার জীবন তুমি, আমার মরণ তুমি,
কত আপন তুমি, জানা নাই, নাই;
তোমাকে চাই শুধু, তোমাকে চাই,
আর কিছু জীবনে পাই বা না পাই।
তোমাকে চাই শুধু, তোমাকে চাই,
আর কিছু জীবনে পাই বা না পাই।
আর কিছু জীবনে পাই বা না পাই।
০২। তুমি আমার মনের মানুষ লিরিক্স | Tumi Amar Moner Manush Lyrics
আমাদের আজকের রোমান্টিক বাংলা গানের লিরিক্স পোস্টের দ্বিতীয় গান হচ্ছে তুমি আমার মনের মানুষ লিরিক্স। নিচে থেকে Tumi Amar Moner Manush Lyrics টি পড়ে নিনঃ
  • গানঃ তুমি আমার মনের মানুষ
  • Title: Tumi Amar Moner Manush Lyrics
  • গায়কঃ সাবিনা ইয়াসমিন ও রফিকুল আলম
  • ছবি: সপ্নের পৃথিবী
তুমি আমার মনের মানুষ
মনেরই ভিতর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
তুমি আমায় করো নাকো
কোনদিনও পর
তোমায় এক নজর না দেখলে পরে
পরান আমার পোড়ে
দেখলে পরে দুই নয়নে
তৃষ্ণা আরো বাড়ে
সামনে আমার প্রেমের সিন্ধু
পাইনা তারে এক বিন্দু
হায় আমি অভাগিনী
পিপাসার কাতর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
তুমি আমায় করো নাকো
কোনদিনও পর
তোমার এত ভালোবাসা আমি
বল কোথায় রাখি
বুকের খাঁচায় বন্দী থেকো
ওগো অবুঝ পাখি
তোমার প্রেমে আমি অন্ধ
ফিরে যাওয়ার পথ বন্ধ
ইচ্ছে করে জনম ভরে
করিগো আদর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
তুমি আমায় করো নাকো
কোনদিনও পর
০৩। সাথী তুমি আমার জীবনে লিরিক্স | Sathi Tumi Amar Jibone Lyrics
রোমান্টিক বাংলা গানের লিরিক্স পোস্টের ৩ ন; লিরিক্স হলো সাথী তুমি আমার জীবনে লিরিক্স। Sathi Tumi Amar Jibone Lyrics পড়ুন নিচে থেকেঃ
  • গানঃ সাথী তুমি আমার জীবনে লিরিক্স
  • Title: Sathi Tumi Amar Jibone Lyrics
  • গায়কঃ Khalid Hassan Milu & Kanak Chapa
  • ছবিঃ চাওয়া থেকে পাওয়া
সাথী তুমি আমার জীবনে
সাথী তুমি আমার মরণে,
সাথী তুমি আমার জীবনে
সাথী তুমি আমার মরণে,
ও সাথিরে.. সাথিরে..
সাথিরে.. সাথিরে..
সাথী তুমি আমার জীবনে
সাথী তুমি আমার মরণে।
রাখবো তোমায় দুটি চোখের তারাতে
দেবোনা যে তোমায় কভু হারাতে,
বুকের মাঝে যেমন করে থাকে প্রান
তেমনি তুমি থেকো বুকে আমার জান,
সাথী তুমি আমার জীবনে
সাথী তুমি আমার মরণে,
সাথী তুমি আমার জীবনে
সাথী তুমি আমার মরণে।
তুমি আমার সুখের চাওয়া পাওয়া যে
সারা মনে প্রেমের ফাগুন হাওয়া যে,
তোমায় পেয়ে পেলাম সারা দুনিয়া
চিরোদিনি তুমি আমার ও প্রীয়া,
সাথী তুমি আমার জীবনে
সাথী তুমি আমার মরণে,
ও সাথিরে.. সাথিরে..
সাথিরে.. সাথিরে..
সাথী তুমি আমার জীবনে
সাথী তুমি আমার মরণে,
সাথী তুমি আমার জীবনে
সাথী তুমি আমার মরণে।
০৪। তুমি মোর জীবনের ভাবনা লিরিক্স | Tumi Mor Jiboner Lyrics
রোমান্টিক বাংলা গানের লিরিক্স পোস্টের ৪ নম্বর গান হল তুমি মোর জীবনের ভাবনা লিরিক্স। নিচে থেকে Tumi Mor Jiboner Lyrics টি পড়তে থাকুনঃ
  • গানঃ তুমি মোর জীবনের ভাবনা লিরিক্স
  • Song: Tumi Mor Jiboner Vabona
  • Cast: Salman Shah & Shabnur
  • Singer: Andrew Kishore & Salma Jahan
  • Movie: Anondo Osru
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের ডোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
দুঃখ সুখের পাখি তুমি
তোমার খাঁচায় এই বুক
সারা জীবন নয়ন যেন
দেখে তোমার এই মুখ
কন্ঠে আমার দাও পরিয়ে
সোহাগের মিলন মালা
ভালোবাসার নদী তুমি
আমি তোমার দুই কুল
পাগল তুমি ফোটাও যে ফুল
আমি তোমার সেই ফুল
প্রেমের তরে সইবো বুকে
লক্ষ কাঁটার জ্বালা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের ডোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
হাজার তারের বীণা তুমি
তুমি সুরের ঝংকার
তুমি আমার আষাঢ়-শ্রাবণ
তুমি বসন্ত বাহার
রাগ-রাগিনীর ফুল-কলিতে
কন্ঠে পড়াব মালা
তোমায় নিয়ে লেখা যেন
সারা পৃথিবীর গান
প্রথম প্রেমের ছোঁয়া তুমি
তুমি যে মান-অভিমান
সব কবিতার ছন্দ তুমি
দুঃখ সুখেরই ভেলা
০৫। প্রেম প্রীতি আর ভালোবাসা লিরিক্স | Prem Priti Ar Lyrics
আজকের রোমান্টিক বাংলা গানের লিরিক্স ৫ নম্বর গানের লিরিক্স হলো প্রেম প্রীতি আর ভালোবাসা লিরিক্স। নিচে থেকে Prem Priti Ar Lyrics টি পড়তে থাকুনঃ
  • গানঃ প্রেম প্রীতি আর ভালোবাসা লিরিক্স
  • Song: Prem Priti Ar Bhalobasha
  • Singer: Runa Laila & Agun
  • Movie: Asha Bhalobasha
প্রেম প্রীতি আর ভালবাসা,
ছোট ছোট কিছু ভীরু আশা।
কিছু হাসি কিছু চোখের পানি,
এই নিয়ে চিরদিন হয় কাহিনী।
প্রেম কাহিনী।।
প্রেম প্রীতি আর ভালবাসা,
ছোট ছোট কিছু ভীরু আশা।
কিছু হাসি কিছু চোখের পানি,
এই নিয়ে চিরদিন হয় কাহিনী।
প্রেম কাহিনী।।
প্রেম প্রীতি আর ভালবাসা।
কাছাকাছি আমি আছি
তবুও মনে হয়,
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়?
পারে না হৃদয়?
কাছাকাছি আমি আছি
তবুও মনে হয়,
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়?
শত মিলনে,
শত বিরহে,
অম্লান রবে এই প্রেমটি দামী।
প্রেম কাহিনী।।
প্রেম প্রীতি আর ভালবাসা।
তীর ভাঙ্গে নীড় ভাঙ্গে
অশান্ত ঝড়,
তবু কোন ঝড়ে ভাঙ্গে না তো প্রেমেরও বাসর।
প্রেমেরও বাসর।
তীর ভাঙ্গে নীড় ভাঙ্গে
অশান্ত ঝড়,
তবু কোন ঝড়ে ভাঙ্গে না তো প্রেমেরও বাসর।
শত জনমে ,
শত মরনে,
প্রেমকেই চিরকাল সত্য জানি।
প্রেম কাহিনী।।
প্রেম প্রীতি আর ভালবাসা,
ছোট ছোট কিছু ভীরু আশা।
কিছু হাসি কিছু চোখের পানি,
এই নিয়ে চিরদিন হয় কাহিনী।
প্রেম কাহিনী।।
প্রেম প্রীতি আর ভালবাসা।
০৬। ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা লিরিক্স | O Amar Bondhu Go Lyrics Bangla
আজকের ১০টি রোমান্টিক বাংলা গানের লিরিক্স পোস্টের ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা লিরিক্স। নিচে থেকে O Amar Bondhu Go Lyrics Bangla পড়তে থাকুনঃ
  • গানঃ ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা লিরিক্স
  • Song Name: O Amar Bondhu Go Lyrics Bangla
  • Singer : Agun And Runa Laila
  • Movie : Keyamat Theke Keyamat
ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসার
এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান
তুমি আমারই বলবো শতবার
হাত দু’টি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আর
শুনবো না কারো কথা যে আর
মন্দ বলুক সমাজ
তুমি আমারই, হায়, বলবো শতবার
ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার,
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসা।।
০৭। ওগো মোর প্রিয়া লিরিক্স | Ogo Mor Priya Lyrics
আজকের ১০টি রোমান্টিক বাংলা গানের লিরিক্স পোস্টের ওগো মোর প্রিয়া লিরিক্স। নিচে থেকে Ogo Mor Priya Lyrics পড়তে থাকুনঃ
  • গানঃ ওগো মোর প্রিয়া লিরিক্স
  • Song: Ogo Mor Priya Lyrics
  • Cast: Salman Shah & Lima
  • Singer: Agun & Kanak Chapa
  • Movie: Prem Juddha
ওগো মোর প্রিয়া জেনে রাখো তুমি
ওগো মোর প্রিয়া জেনে রাখো তুমি
তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি
তুমি শুধু তুমি এই অন্তরে
তুমি শুধু তুমি এই অন্তরে
আজও আছি আমি কালও রবো যে
আজও আছি আমি কালও রবো যে
যুগে যুগে আমি তোমারি হব যে
তুমি শুধু তুমি এই অন্তরে
তুমি শুধু তুমি এই অন্তরে
তুমি মোর দুই চোখে দৃষ্টি যেন গো
মোর তরে দুনিয়া সৃষ্টি যেন গো
এই মনে যেন আজ একটি ভাষা
তোমাকে জীবন দিয়ে শুধু ভালোবাসা
তুমি শুধু তুমি এই অন্তরে
তুমি শুধু তুমি এই অন্তরে
এই মন এই প্রাণ সবিযে তোমারি
নিশ্বাস হয়ে আছ এবুকে আমারি
এবুকেই আমি যেন মরতেগো পারি
ফুলেরি মত ঝড়ে পরতেগো পারি
তুমি শুধু তুমি এই অন্তরে
তুমি শুধু তুমি এই অন্তরে
ওগো মোর প্রিয়া জেনে রাখো তুমি
ওগো মোর প্রিয়া জেনে রাখো তুমি
তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি
তুমি শুধু তুমি এই অন্তরে
তুমি শুধু তুমি এই অন্তরে
আজও আছি আমি কালও রবো যে
আজও আছি আমি কালও রবো যে
যুগে যুগে আমি তোমারি হব যে
তুমি শুধু তুমি এই অন্তরে
তুমি শুধু তুমি এই অন্তরে
০৮। এ জীবনে যারে চেয়েছি লিরিক্স | E Jibone Jare Cheyechi Lyrics
আজকের রোমান্টিক বাংলা গানের লিরিক্স ৮ নম্বর গানের লিরিক্স হলো এ জীবনে যারে চেয়েছি লিরিক্স। নিচে থেকে E Jibone Jare Cheyechi Lyrics টি পড়তে থাকুনঃ
  • গানঃ এ জীবনে যারে চেয়েছি লিরিক্স
  • Song: E Jibone Jare Cheyechi Lyrics
  • Cast: Salman Shah & Shilpi
  • Singer: Sabina Yasmin,Andrew Kishore
  • Movie: Priyojon
এ জীবনে যারে চেয়েছি
আজ আমি তারে পেয়েছি,
তুমি আমার সেই তুমি আমার
তোমারে খুঁজে পেয়েছি।
এ জীবনে যারে চেয়েছি
আজ আমি তারে পেয়েছি,
তুমি আমার সেই তুমি আমার
তোমারে খুঁজে পেয়েছি।
এ জীবনে যারে চেয়েছি
আজ আমি তারে পেয়েছি।
তুমি ছিলেনা ছিলনা আশা
তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা ।
তুমি ছিলেনা ছিলনা আশা
তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা ,
ফুটালে আমার মুখে সুখের ভাষা।
ও….ও….ও….ও….
এ জীবনে যারে চেয়েছি
আজ আমি তারে পেয়েছি,
তুমি আমার সেই তুমি আমার
তোমারে খুঁজে পেয়েছি।
এ জীবনে যারে চেয়েছি
আজ আমি তারে পেয়েছি।
তুমি নয়নে নয়নে শুধু
প্রাণের প্রিয় তুমি রাঙ্গা বধু ।
তুমি নয়নে নয়নে শুধু
আমি যে তোমার ওগো রাঙ্গা বধু ,
করেছো আমায় ওগো এ কোন যাদু।
ও….ও….ও….ও….
এ জীবনে যারে চেয়েছি
আজ আমি তারে পেয়েছি।
তুমি আমার সেই তুমি আমার
তোমারে খুঁজে পেয়েছি।
এ জীবনে যারে চেয়েছি
আজ আমি তারে পেয়েছি।
তুমি আমার সেই তুমি আমার
তোমারে খুঁজে পেয়েছি।
এ জীবনে যারে চেয়েছি
আজ আমি তারে পেয়েছি।
এ জীবনে যারে চেয়েছি
আজ আমি তারে পেয়েছি।
০৯। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে লিরিক্স | Prithibite Sukh Bole Jodi Kichu Lyrics
আজকের রোমান্টিক বাংলা গানের লিরিক্স ৯ নম্বর গানের লিরিক্স হলো পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে লিরিক্স। নিচে থেকে Prithibite Sukh Bole Jodi Kichu Lyrics টি পড়তে থাকুনঃ
  • গানঃ পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে লিরিক্স
  • Song: Prithibite Sukh Bole Jodi Kichu Lyrics
  • Cast: Salman Shah & Shabnur
  • Singer: Sabina Yasmin & Agun
  • Movie: Jibon Songsar
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে,
তার নাম ভালবাসা, তার নাম প্রেম।
জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোন সুখ থাকে,
তার নাম ভালবাসা, তার নাম প্রেম।
পৃথিবীর চারপাশে, যেদিকে তাকাই,
সেখানেই তোমাকে পাই খুজে পাই।
পৃথিবীর চারপাশে, যেদিকে তাকাই,
সেখানেই তোমাকে পাই খুজে পাই।
পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো,
হৃদয়ের দাম দিয়ে হৃদয় নিলেম।
তার নাম ভালবাসা, তার নাম প্রেম।
এ জীবন সংগসার, বড় মধুময়,
যদি গো সেখানে ভালবাসা রয়।
এ জীবন সংগসার, বড় মধুময়,
যদি গো সেখানে ভালবাসা রয়।
ভালবেসে বাঁচবো, ভালবেসে মরবো,
যার বিনিময়ে আমি তোমাকে পেলেম।
তার নাম ভালবাসা, তার নাম প্রেম।
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে,
তার নাম ভালবাসা, তার নাম প্রেম।
জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোন সুখ থাকে,
তার নাম ভালবাসা, তার নাম প্রেম।
১০। ও সাথীরে তুমি ছাড়া ভালো লাগেনা লিরিক্স | O Sathi Re Jeona Kokhono Dure Lyrics
আজকের রোমান্টিক বাংলা গানের লিরিক্স 10 নম্বর গানের লিরিক্স হলো ও সাথীরে তুমি ছাড়া ভালো লাগেনা লিরিক্স। নিচে থেকে O Sathi Re Jeona Kokhono Dure Lyrics টি পড়তে থাকুনঃ
  • গানঃ ও সাথীরে তুমি ছাড়া ভালো লাগেনা লিরিক্স
  • Song : O Sathi Re Jeona Kokhono Dure Lyrics
  • Cast : Salman Shah , Shabnur
  • Singer : Sabina Yasmin & Andro Kishor
  • Movie : Shopner Thikana
ও সাথীরে.. যেওনা কখনো দূরে
ও সাথীরে যেওনা কখনো দূরে
তোমারি প্রানে আমার এই প্রান
তুমি ছাড়া বাঁচি কি করে,
ও সাথীরে যেওনা কখনো দূরে।
এই চোখে চেয়ে, নাও দেখে তুমি
ছবি করে তোমায় রেখেছি আমি।
সেই ছবি কভু দিও নাকো মুছে
থাকি যেন আমি তোমারি কাছে,
তোমারি মনে আমার এই মন
তুমি ছাড়া বাঁচি কি করে,
ও সাথীরে, যেওনা কখনো দূরে
ও সাথীরে, যেওনা কখনো দূরে।
এই পথে যদি ঝড় নেমে আসে
বাধা ভেঙ্গে আসবো তোমারি পাশে।
জীবনে আছি, মরনে-ও রবো
চিরদিনই ভালো বেসে যাবো,
তোমারি প্রেমে আমার এই প্রেম
তুমি ছাড়া বাঁচি কি করে।
ও সাথীরে যেওনা কখনো দূরে,
ও সাথীরে যেওনা কখনো দূরে।
১১। চাঁদের সাথে আমি দেবো না লিরিক্স | Chander Sathe Ami Debona Lyrics আজকের রোমান্টিক বাংলা গানের লিরিক্স 11 নম্বর গানের লিরিক্স হলো চাঁদের সাথে আমি দেবো না লিরিক্স। নিচে থেকে Chander Sathe Ami Debona Lyrics টি পড়তে থাকুনঃ
  • গানঃ চাঁদের সাথে আমি দেবো না লিরিক্স
  • Song : Chander Sathe Ami Debona Lyrics
  • Cast : Jafor Iqbal & Anju
  • Singer : Runa Laila & Andrew Kishore
  • Movie : Ashirbad
চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা
নদীর সাথে আমি দেবো না তোমার তুলনা
তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে
তুমি নদী হতে যদি দূরেই চলে যেতে
সে কথা যেনো ভুলো না, তুমি যে তোমারই তুলনা।
চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা
নদীর সাথে আমি দেবো না তোমার তুলনা
ফুলের সাথে আমি দেবো না তোমার তুলনা
অলির সাথে আমি দেবো না তোমার তুলনা
ফুলের সাথে আমি দেবো না তোমার তুলনা
অলির সাথে আমি দেবো না তোমার তুলনা
তুমি ফুল হতে যদি ঝরেই পড়ে যেতে
তুমি অলি হতে যদি দূরেই উড়ে যেতে
সে কথা যেনো ভুলো না, তুমি যে তোমারই তুলনা।
চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা
নদীর সাথে আমি দেবো না তোমার তুলনা
কবির সাথে আমি দেবো না তোমার তুলনা
ছবির সাথে আমি দেবো না তোমার তুলনা
কবির সাথে আমি দেবো না তোমার তুলনা
ছবির সাথে আমি দেবো না তোমার তুলনা
তুমি কবি হতে যদি সবার হয়ে যেতে
তুমি ছবি হতে যদি তবেই মুছে যেতে
সে কথা যেনো ভুলো না, তুমি যে তোমারই তুলনা।
চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা
নদীর সাথে আমি দেবো না তোমার তুলনা
১২। তুমি বন্ধু আমার লিরিক্স | Tumi Bondu Amar Lyrics আজকের রোমান্টিক বাংলা গানের লিরিক্স 12 নম্বর গানের লিরিক্স হলো তুমি বন্ধু আমার লিরিক্স। নিচে থেকে Tumi Bondu Amar Lyrics টি পড়তে থাকুনঃ
  • গানঃ তুমি বন্ধু আমার লিরিক্স
  • Song : Tumi Bondu Amar Lyrics
  • Cast : Bapparaj, Shabnaz
  • Singer : Andrew Kishore
  • Movie : Premer Somadhi
তুমি বন্ধু আমার চির সুখে থাকো
আমি একা সুখে দুখে হেসে যাবো
বকুলের মতো ঝড়িয়া মরনা
তুমি বন্ধু আমার চির সুখে থাকো
আমি প্রেমের ও বাগিছার মালী হয়ে
মালা গেতে ছিলাম তারে পড়াবো বলে
সেই মালা খানি হাতে রয়ে গেলো
তুমি বন্ধু আমার চির সুখে থাকো
কাগজের ফুলে কবু ভ্রমর আসেনা
মরা গাছে কখনো ফুল ফোটেনা (২ বার)
কলমের কালি যদি ফুরিয়ে যায়
জীবনের খাতা শূন্য থেকে যায়
আমি লিখবো কোথায়
তুমি বন্ধু আমার চির সুখে থাকো
আমি একা সুখে দুখে হেসে যাবো
বকুলের মতো ঝড়িয়া মরনা
তুমি বন্ধু আমার চির সুখে থাকো
ভালোবাসা যদি হয় মিছে ভরসা
আশা নিয়ে থাকা হল শুধু দুরাশা (২ বার)
জীবনের মায়া ছেরে যদি চলে যায়
প্রেমের সমাধী গরে দিয় বলে যায়
আমি শুধু বলে যাই
তুমি বন্ধু আমার চির সুখে থাকো
আমি একা সুখে দুখে হেসে যাবো
বকুলের মতো ঝড়িয়া মরনা
তুমি বন্ধু আমার চির সুখে থাকো
আমি প্রেমের ও বাগিছার মালী হয়ে
মালা গেতে ছিলাম তারে পড়াবো বলে
সেই মালা খানি হাতে রয়ে গেলো
তুমি বন্ধু আমার চির সুখে থাকো
আমাদের আজকের ১২টি রোমান্টিক বাংলা গানের লিরিক্স এই পোস্ট টি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর নিত্য নতুন এই রকম পোস্ট পেতে আমাদের ডেলিননীতি ওয়েভ সাইট টি ভিজিট করুন। Bangla Romantic Lyrics …
Connect With Us
Subscribe | Like | Follow
Daily Visit – www.dailyniti.com
Click This Icon
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Comment