একটা দুইটা তারা গুইনা
তারা গোনা শেষ,
তুমি প্রিয় আছো কোথায়
কোথায় তুমি বেশ।
একটা দুইটা জোছনা দেইখ্যা
জোছনা দেখা শেষ,
অমাবস্যায় ঘিরানিলো
আমায় অবশেষ।
আহা আমি, কেমন আমি
যদি জানিতাম…
আমার মতো একটা তুমি
বানাইয়ালইতাম।
আহা আমি, কেমন আমি
যদি জানিতাম…
আমার মতো একটা তুমি
বানাইয়ালইতাম।
একটা দুইটা কথা শুইন্যা
কথা শোনা শেষ…
বাকি কথা বুকে জমাট
মেটে নাই তো রেশ।
একটা দুইটা হা পা ফেলিয়া
পথ চলা শেষ…
বাকি পথে তুই নাই সাথে
হইলি নিরুদ্দেশ।
আহা আমি, কেমন আমি
যদি জানিতাম…
আমার মতো একটা তুমি
বানাইয়ালইতাম।
একটা দুইটা ছন্দ বুইনা
ছন্দ বোনা শেষ…
আমার ছন্দ আমি ছাড়া আহা
কারে দিয়া দ্যাস।
একটা দুইটা হা রাত জাগিয়া
রাত জাগা শেষ,
অগণিত রাত গুনে যাই
যদি দেখা দেস।
আহা আমি, কেমন আমি
যদি জানিতাম,
আমার মতো একটা তুমি
বানাইয়ালইতাম।
আহা আমি, কেমন আমি
যদি জানিতাম…
আমার মতো একটা তুমি
বানাইয়ালইতাম।
আহা আমি।
2 thoughts on “Akta Duita Tara Guina Lyrics || একটা দুইটা তারা গুইনা || Bangla song”
Great post and right to the point. I am not sure if this is actually the best place
to ask but do you people have any thoughts on where to get some professional writers?
Thanks in advance 🙂 Lista escape roomów
I every time used to study post in news papers but now as I am a
user of web so from now I am using net for posts,
thanks to web.