আবরার তুমি কেমন আছো
খুব জানতে ইচ্ছে করে,
শত অভিমান বুকে চেপে নিয়ে
ছোট্ট মাটির ঘরে।
মনে যেই ব্যাথা নিয়ে চলে গেছ
শুধু নও তুমি একা,
এদিক সেদিক তাকালে হয়তো
অনেকের পাবে দেখা!
হয়তো ওপারে শান্ত দুপুর
নেই কোনো ক্লেশ গ্লানি,
আমরা কিন্তু ভুলেই গিয়েছি
ফেনি নদী তার পানি!
নাকে দিয়েছি শরষের তেল
আরামের ঘুমে আছি,
খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি
আমি বেশ ভালো আছি!
স্বার্থপরের মতোই আমি
নিজেকে নিয়েই বাচি
খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি
আমি বেশ ভাল আছি৷
ঘুমের ঘোরে এখনো দেখি
ফেলানির সেই ছবি
কাটাতারে ঝুলে চিৎকারে বলে
আর কত ঘুম দিবি!
হবেনা সকাল কখনো কি তোর
ভাঙবে না ঘুম চোখে,
জেগে জেগে আর ঘুমাবি কত
ভোরের স্বপ্ন দেখে!
কোথাকার কোন সাগর রুনি
হয়তো গেছি ভুলে,
নুর হোসেন আর ইয়াসমিন কত
ইতিহাস কথা বলে ৷।
নাকে দিয়েছি শরষের তেল
আরামের ঘুমে আছি,
খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি
আমি বেশ ভালো আছি!
স্বার্থপরের মতোই আমি
নিজেকে নিয়েই বাচি
খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি
আমি বেশ ভাল আছি৷
কত নুসরাত তনু, রুপা, সনি
কত যে বিশ্বজিৎ,
রায়হানের আহাজারি শুনে
আর কত হবে নিদ!
অন্ধের দেশে আর কতকাল
চশমা বিক্রি করে,
টিনটিন করে জ্বলবে আলো
এই বিবেকের ঘরে!
প্রতিদিন কত ঘটনা রটনা
ঘটে চলে দিনে-দিনে,
ইস্যুদের সব টিস্যুর মতো
ছুড়ে ফেলি ডাস্টবিনে!
নাকে দিয়েছি শরষের তেল
আরামের ঘুমে আছি,
খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি
আমি বেশ ভালো আছি!
স্বার্থপরের মতোই আমি
নিজেকে নিয়েই বাচি
খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি
আমি বেশ ভাল আছি৷