আমারে আসিবার কথা কইয়া
মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া।রাধেগো…
আমার কথা নাই তোর
প্রেম করছো আয়ানের সনে
শুয়া আছো নিজ পতি লইয়া।
আমি আর কত কাল থাকবো রাধেগো
দুয়ারে দাঁড়াইয়া।
মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া।রাধেগো…
আমার কথা নাই তোর
প্রেম করছো আয়ানের সনে
শুয়া আছো নিজ পতি লইয়া।
আমি আর কত কাল থাকবো রাধেগো
দুয়ারে দাঁড়াইয়া।
রাধেগো…
দেখার যদি ইচ্ছা থাকে
আইসো রাই যমুনার ঘাটে
কাইল সকালে কলসি কাঙ্খে লইয়া।
আমি জলের ছায়ায় রূপ হেরিবো গো
কদম ডালে বইয়া।
রাধেগো…
নারী জাতির কঠিন রীতি
বোঝেনা পুরুষের মতি
সদাই থাকে নিজেরে লয়া।
তুমি করছো নারী রুপের বড়াই গো
রাধারমণে যায় কইয়া।
Connect With Us