আমার বুকে আগুন থাকে চোখে থাকে জল
তুই কি আমার বন্ধু হবি বল
আমার মনের কক্ষ পথে স্বপ্ন শতদল
তুই কি আমার সঙ্গে যাবি বল
স্রোতের বিপরীতে আমার,ভাবনা অবিরত
নিত্যদিনই দুঃখ জমে পলি মাটির মত,
তোর কাছে তাই খুঁজে ফিরি প্রেমের হীমাচল
তুই কি আমার বন্ধু হবি বল
মনের গোপন ঘরে আমার,কষ্ট শতশত
পাথর চাপা কান্না বুকে সইতে পারিনাতো
তুই কখনো বুঝবি কি এই হৃদয়ের অনল
তুই কি আমার বন্ধু হবি বল