মেরাজ চলেন নবী
মেরাজ চলেন নবী
খুশির খবর নিয়ে নবী যায় মেরাজ রাতে
দিদার করে গিয়ে আবার মাওলারী সাথে
দরুদ সালাম পড়ে ফেরেস্তা একসাথে
লাখো পয়গম্বর খবর পেয়ে ছিলেন অপেক্ষায়
রসুলে খোদার দিদার পেয়ে ধন্য হয়ে যায়
নবীর পেছনে বাইতুল্লায় নামাজ করে আদায়
আম্বিয়ারা দেয় সালাম বড়ই তাজিমেতে
বুরাক চড়ে পৌছালেন সিদরাতুল মুনতাহায়
শখার বাড়ি গেলেন আকা আর্শে মুয়াল্লায়
আল্লাহ বন্ধু বলে আপন করে কাছে টেনে নেয়
প্রশংসা নবীর আর্শেপাকে বাজতে ঐ থাকে
খুশি হয়ে আল্লাহ বলে শোন মোর শখা
তোমার উম্মাতের সাথে পাঁচবার হবে মোর দেখা
সেই নবীকে যে চিনতে পারে হয় ঈমান পাকা
নজরুল তুমি মগ্ন থাকো ইস্কে নবীতে