তারে আমি ছুয়ে দেখিনি
তবুও কেন এতো অনুভব।
তারে আমি কিছুই দেইনি
তবু কেন সে ই আমার সব।
তারে আমি খুজেই পাইনি
তবু কেন হারিয়ে ফেলার ভয়।
তারে আমি বাস্তবেতে খুজি
সে কেন কল্পনাতে রয়।
কি যে নীল ব্যাথা
বয়ে চলি আজও।
লাল রঙেতে সেজে
তুমি কার ঘরেতে বাঁচো।
স্বপ্নহীন এ রাত ও
তোর টিপ এ শেষ হয়।
আমি কাগজহীন ডাইরীতে
শুধু তারেই একে যাই।
তারে আমি গল্পের মাঝে খুজি
সে কেন কবিতা হয়ে রয়।
তারে আমি অবাক চোখে দেখি
তবু কেন অন্য কারো হয়।
কি দোষে যে পাপী
হবো আমি আজ।
একা থাকার মাঝেও
ভীরের বসবাস।
তারে আমি ছুয়ে দেখিনি
তবু কেন এতো অনুভব।
তারে আমি কিছুই দেইনি
তবু কেন সেই আমার সব।